চন্দনাইশ পৌরসভা
পটভূমিঃ
চন্দনাইশ উপজেলা চট্টগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক এবং রেললাইন চন্দনাইশের বুক ছিঁড়ে চলে গেছে। উপজেলার পূর্বাংশে বিস্তৃত এলাকাজুড়ে রয়েছে বৃক্ষে আচ্ছাদিত পাহাড় ও বনজ প্রাকৃতিক লীলাভূমি।কোন এক সময় এ অঞ্চল তথা দক্ষিণ চট্টগ্রাম বঙ্গোপসাগরের গর্ভে ছিল। প্রায় দুই হাজার বছর আগে এ স্থানের উদ্ভব ঘটে। আরাকান মগ শাসনামলে এটি ছিল একটি সামুদ্রিক বন্দর। পৌরসভার মুন্সেফ বাজারে বার্মা (বর্তমানে মায়ানমার) এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে আগত বণিকেরা এ অঞ্চলে উৎপাদিত সুদৃশ্য ও সুগন্ধি চন্দনের আঁশযুক্ত কাঠের ব্যবসা করতো। কথিত আছে চন্দন কাঠের নামানুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় চন্দনাইশ।
পৌরসভার অবস্থান ,এলাকা ও জনসংখ্যাঃ
চন্দনাইশ উপজেলার উত্তর-পূর্ব দিকে চন্দনাইশ পৌরসভার অবস্থান। চন্দনাইশ পৌরসভা ২২°০৮' এবং ২২°০২' উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৯' এবং ৯২°০৯' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ২৫ আগষ্ট,২০০২ খ্রি. তারিখে ১৮.৩৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চন্দনাইশ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এটি ৬টি মৌজা ও ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর উত্তরে জোয়ারা ইউনিয়ন,পূর্বে হাশিমপুর ইউনিয়ন, দক্ষিণ সাতবাড়িয়া ইউনিয়ন এবং পশ্চিম বরমা ইউনিয়ন অবস্থিত। এটি চট্টগ্রাম জেলার দক্ষিণ-পূর্বে এবং জেলা শহর হতে প্রায় ৪০ কিঃমিঃ দূরত্বে অবস্থিত।চন্দনাইশ পৌরসভা এলাকা বা তার সংলগ্ন কোন নদী না থাকলেও পৌরসভার উপর দিয়ে বরুমতি,গুইল্ল্যাছড়ি,লেম্মানি,নিশিকান্ত,চিকন ও বড় বরুমতি খাল বয়ে গেছে। ০১ আগস্ট,২০০৫ খ্রি. তারিখে এটি ‘গ’ শ্রেণি হতে ‘খ’ শ্রেণিতে এবং ০৩ অক্টোবর,২০১৬ খ্রি. তারিখে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী চন্দনাইশ পৌরসভার জনসংখ্যা ৪০৬০৪ জন। তন্মধ্যে পুরূষ ২১৫০১ জন এবং মহিলা ১৯১০৩ জন। চন্দনাইশ পৌরসভায় প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ২২১২ জন।
জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী চন্দনাইশ পৌরসভার জনসংখ্যা সংক্রান্ত তথ্যঃ
পৌরসভা/ ওয়ার্ড |
জিও কোড |
হোল্ডিং সংখ্যা |
জনসংখ্যা |
শিক্ষিতের হার % |
|||||||||
পুরূষ |
মহিলা |
মোট |
মুসলিম |
হিন্দু |
খ্রিস্টান |
বৌদ্ধ |
অন্যান্য |
৫ বছরের ঊর্দ্ধে |
৭ বছরের ঊর্দ্ধে |
১৫ বছরের ঊর্দ্ধে |
|||
চন্দনাইশ |
০৮ |
৯০৮৮ |
১৯১০৩ |
২১৫০১ |
৪০৬০৪ |
৩৫৬৬৪ |
৪২০১ |
৫ |
৭২৯ |
৫ |
৮৫.২০ |
৮৫.৯২ |
৮৩.৪২ |
ওয়ার্ড-০১ |
০০১ |
৯৪৮ |
১৯১৩ |
২১৫৩ |
৪০৬৬ |
২৮৪৯ |
৯৪৮ |
১ |
২৬৮ |
০ |
৮৪.৪৫ |
৮৫.৩৬ |
৮৩.৩৩ |
ওয়ার্ড-০২ |
০০২ |
১০৩৮ |
২২৭১ |
২৪২০ |
৪৬৯১ |
৪২২০ |
৩৬৩ |
০ |
১০৭ |
১ |
৮৯.৩৮ |
৯০.১২ |
৮৮.৪৪ |
ওয়ার্ড-০৩ |
০০৩ |
৮১০ |
১৬১৮ |
১৯২১ |
৩৫৩৯ |
২৬৪৭ |
৬৯৩ |
০ |
১৯৯ |
০ |
৮৮.৯৪ |
৮৯.১৮ |
৮৬.৫০ |
ওয়ার্ড-০৪ |
০০৪ |
৭৯৩ |
১৫৩৮ |
১৮৫৮ |
৩৩৯৬ |
২৯৫৬ |
৪৩৬ |
৩ |
১ |
০ |
৮৫.৫৬ |
৮৬.১৩ |
৮৪.৭৬ |
ওয়ার্ড-০৫ |
০০৫
|
৭৫৩ |
১৫২২ |
১৮৫০ |
৩৩৭২ |
৩১৬২ |
১১৮ |
০ |
৯২ |
০ |
৮৭.৩৯ |
৮৭.৬৪ |
৮৫.২০ |
ওয়ার্ড-০৬ |
০০৬
|
১১৯৩ |
২৪৫৫ |
২৯৫৩ |
৫৪০৮ |
৫৪০৬ |
১ |
১ |
০ |
০ |
৭৭.৯৭ |
৭৮.২৬ |
৭৩.৪৯ |
ওয়ার্ড-০৭ |
০০৭ |
৮৯৫ |
১৯৪৩ |
২১০৩ |
৪০৪৬ |
৪০৩৮ |
৬ |
০ |
২ |
০ |
৮২.৯২ |
৮৪.৪৬ |
৮২.০৫ |
ওয়ার্ড-০৮ |
০০৮ |
১৪৫২ |
৩১৬৬ |
৩৪৫৬ |
৬৬২২ |
৫৪৫৬ |
১১৬৬ |
০ |
০ |
০ |
৮৬.৮৬ |
৮৭.৪৫ |
৮৪.৬৮ |
ওয়ার্ড-০৯ |
০০৯ |
১২০৬ |
২৬৭৭ |
২৭৮৭ |
৫৪৬৪ |
৪৯৩০ |
৪৭০ |
০ |
৬০ |
৪ |
৮৫.০১ |
৮৬.১৩ |
৮৪.০৫ |
পৌরসভার উল্লেখযোগ্য স্থানঃ
পৌরসভার মধ্যে অবস্থিত উল্লেখযোগ্য স্থানগুলো হলো-খান জামে মসজিদ(বাগিচার হাট), জোয়ারার আয়ুর্বেদিক মানসিক হাসপাতাল ইত্যাদি।
পৌরসভার কীর্তিমান ব্যক্তিত্বঃ
প্রখ্যাত আলেম হযরত শাহ আমিন উল্ল্যাহ(রহঃ),হযরত মাওঃ আবদুল্লাহ(রহঃ), মুফতি মাওঃ শফিউর রহমান, অধ্যক্ষ মাওঃমোঃইসহাক প্রমূখ ধর্মীয় ব্যক্তিত্ব এ জনপদে জন্ম গ্রহণ করেন। এছাড়াও খ্যাতিমান ব্যাক্তিত্ব মনিরুজ্জামান ইসলামাবাদী ও কবি-সাহিত্যিক আহমদ ছফা এ এলাকার কৃতি সন্তান ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
১। সরকারি কলেজ ০১টি
২। এমপিওভুক্ত মহিলা কলেজ ০১টি
৩। কামিল মাদ্রাসা ০১টি
৪। ফাজিল মাদ্রাসা ০১টি
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
১। সরকারি উচ্চ বিদ্যালয় ০১টি
২। বেসরকারি উচ্চ বিদ্যালয় ০৩টি
৩। দাখিল মাদ্রাসা ০৩টি
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান
০১। সরকারি প্রাথমিক বিদ্যালয় টি
২। এবতেদায়ী মাদ্রাসা টি
৩। কিন্ডারগার্টেন টি
স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান
০১। সরকারি হাসপাতাল ০১টি
০২। কমিউনিটি হাসপাতাল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস